Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের সিটিজেন চাটারঃ

 

        সদর উপজেলা রাজবাড়ী এর নিয়ন্ত্রণাধীন কোন হাসপাতাল না থাকায় শুধুমাত্র প্রশাসনিক কাজ করা হয় এবং ইহার আওতাধীন উপ-স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক সমূহে বর্হিঃ বিভাগীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

 

          1) উপজেলার ৩৩৬ টি টিকাদান কেন্দ্র ইপিআিই কার্যক্রম পরিচালনা করা হয়।

          2) আর্সেনিকোসিস রোগ নির্ণয়,পরামর্শ, ও চিকিৎসা সেবা দেওয়া হয়।

          3) সরকারী নির্দেশ অনুযায়ী ভৌগলিক পর্যবেক্ষণ ও শুদ্ধিকরণ কর্মসূচী পরিচালনা করা হয়।

          4) জাতীয় টিকা দিবস, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও কৃমি নিয়ন্ত্রণ দিবস/সপ্তাহ সহ বিশেষ বিশেষ দিবস  

              পালন করা হয়।

          5) মা,নবজাতক ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের আওতায় শিশু মৃত্যু ও মাতৃমৃত্যু হার কমানোর লক্ষ্যে

               উপ-স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য কর্মীদের দ্বারা পরিচালিত হচ্ছে ।